প্রেস বিজ্ঞপ্তি •
টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী (শনিবার) বিকাল ৩ টার দিকে ক্রাইম রিপোর্টাস সোসাইটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন (ভুলু)’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াবুল হকের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সহ-সভাপতি পিকলু দত্ত, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
উপস্থিত ছিলেন, টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, অর্থ সম্পাদক শমসু উদ্দিন, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ পাটোয়ারী, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক আজিজ উল্লাহ, নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন, জুবাইরুল ইসলাম জুয়েল,নাহিদুল হাসান নাহিদ, ওবাইদুল রহমান চৌধুরী, মো. আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের সর্ব দক্ষিণে অবস্থিত পর্যটন নগরী সীমান্ত শহর টেকনাফ উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দফতরের দূর্নীতি, ঘুষ, বানিজ্য, অনিয়ম তুলে ধরার জন্য টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কলম সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে অঙ্গিকার করেন। এবং টেকনাফ উপজেলার নিরহ,নির্যাতনের শিকার মানুষদের পাশে থেকে অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির নেতৃবৃন্দরা সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী ও বনভোজনের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-