মোঃ জব্বার, উখিয়া •
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ৯শ ৪০পিস ইয়াবা সহ এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত মহিলা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯ এর জি ব্লক ১ এলাকার মাহমুদুল হক স্ত্রী রাশেদা বেগম (৪২)।
১৬ই জানুয়ারি (শনিবার) বেলা ১২টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহি সিএনজি গাড়ী তল্লাশী চালালে মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে ৯শ পিস ৪০ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েব মাজেদুর রহমান আটকের সত্যতা স্বীকার করেন।
আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-