সাজেকে ৭০০ ফুট গভীর খাদে পর্যটকবাহী মাইক্রোবাস, আহত ৮

রাঙামাটি •


রাঙামাটির সাজেকে পর্যটকবাহী একটি মাইক্রোবাস ৭০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ইসরাফিল মজুমদার।

আরও খবর