ইমরান আল মাহমুদ •
মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন,আপনারা মাদক ব্যবসা ছেড়ে সৎপথে চলে আসলে সর্বোচ্চ আইনী সহযোগিতা প্রদান করা হবে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
শুক্রবার (১৫ই জানুয়ারি) রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন কুলাল পাড়া জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোর্শেদ।
এসময় তিনি আরও বলেন, আমি আপনাদের সেবা দিতে এসেছি। রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিবেন না। সন্তান-সন্ততির নিয়মিত খোঁজখবর রাখবেন। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত উখিয়া গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-