টেকনাফে ইয়াবাবর্তী ফের ২টি বস্তা উদ্ধার: দুই মাদক কারবারি আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ ২ বিজিবি সদস্যরা পর্যটন স্পট ক্ষ্যত নাফনদীর উপর গড়ে উঠা জইল্লার দ্বীপ এলাকা ইয়াবা ভর্তী ২টি বস্তাসহ মাদক পাচারে জড়িত দুই ব্যাক্তিকে আটক করেছে।

বিজিবির পাঠানো তথ্য সূত্রে জানাযায়, মিয়ানমার পাচার হয়ে আসা বড় একটি ইয়াবার চালান নাফনদী জইল্ল্যার দ্বীপ এলাকায় প্রবেশ করছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ১৪ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ ২বিজিবি দমদমিয়া বিওপিতে কর্মরত সদস্যদের একটি দল নাফনদীর মধ্যবর্তী জইল্যাদিয়া দ্বীপে গোপন জায়গায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর রাতের অন্ধকারে দুইজন ব্যক্তি ২টি বস্তা কাঁধে করে দ্বীপে প্রবেশ করার সাথে সাথে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ইয়াবা ভর্তী দুটি প্লাস্টিকের বস্তাসহ তাদের আটক করতে সক্ষম হয়।

আটক অপরাধীরা হচ্ছে, চট্টগ্রাম পটিয়া থানার অন্তর্গত শেয়ারী পাড়া এলাকার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মোঃ সাবের (২৬) এবং হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ আলী

আহমদ’র পুত্র মোঃ করিম মোল্লাহ (২১) প্রকাশ করিম। এদিকে উদ্ধারকৃত প্লাস্টিকের বস্তা দুটি তল্লাশী করে ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়। এই ইয়াবা গুলোর আনুমানিক বাজার মুল্য ২ কোটি, ৭০ লক্ষ টাকা হবে বলে জানায় বিজিবি।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, ইয়াবাসহ আটক দুই অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###

আরও খবর