উখিয়ায় র‍্যাবের অভিযান: ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‌্যাব-১৫।

বুধবার (১৩ জানুয়ারি ) দুপুর তিনটার দিকে বাংলাদেশ টেলিভিশন টাওয়ার উখিয়া (বালুখালী) উপকেন্দ্র মেইন গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বশির আহম্মদ এর ছেলে মিজানুর রহমান ( ২০ ) ও আলী মিয়া এর ছেলে কামাল হােছন (১৯)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর