জাহেদ হাসান •
চট্রগ্রাম বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৬ শত পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলার দুই মাদক কারবারি সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (১৩ জানুয়ারী) বিকাল ৩.৪০ মিনিটের সময় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আকতার হোসাইন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ আজ বাঁশখালী থানাধীন পুইছড়ির ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার বাসিন্দা জাবেদ আলীর ছেলে আফসার কে আটক করে।
একইদিন অপর অভিযানে বিকাল ৫.২৫ মিনিটের সময় ফুটখালী ব্রীজের দক্ষিন পাশ থেকে ৫ হাজার ৬ শত পিস ইয়াবাসহ সাতকানিয়ার ফজু পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ কালুর ছেলে জুবায়ের ও টেকনাফ উপজেলার লেদার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দু শুক্কুরকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামল রুজু করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন বাঁকখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-