নিজস্ব প্রতিবেদক •
উখিয়ার কোটবাজারে গলাকেটে কিশোর ফোরকান হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
আটক দুইজন হলো, রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মৃত আলি আহমদের পুত্র শাহ আলম (২৮) ও রত্নাপালংয়ের বাদশাহ মিয়ার ছেলে আকতার হোসেন (৩৯)।
সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপ পরিদর্শক নুরে আলম জানান, হত্যাকান্ডের ঘটনায় ফোরকানের পিতা বশির আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যার মামলা নং-২৭(১০/০১/২০২১ইং)। এ মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।
উল্লেখ্য, ১০ই জানুয়ারি রবিবার দুপুর ১২টার সময় উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশনের শাহ আলম ডেকোরেটার্স থেকে রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বশির আহমদের ছেলে ফোরকান প্রকাশ কালু(১৪) এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
গতরাত ৮টার দিকে নিহত ফোরকান প্রকাশ কালুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রত্নাপালং তেলিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-