নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি •
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৩শত ৭৫ পিচ ইয়াবা ও ১ লক্ষ ১৫ হাজার নগদ টাকাসহ এক ব্যক্তি আটক করেছে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র বিশেষ একটি টিম। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে মোঃ সেলিম (৩৬)।
বিজিবি সুত্র জানায়, রবিবার (১০ জানুয়ারী) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শ গ্রাম বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৯ হাজার ৩শত ৭৫ পিচ ইয়াবা ও ১ লক্ষ ১৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা’র বাজারমুল্য প্রায় ২৮ লক্ষ টাকা। আটক সেলিমকে ইয়াবা সহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ সত্যতা স্বীকার করে বলেন- সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, ইয়াবা সহ মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন অবৈধ পণ্য সামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-