জাহেদ হাসান :
কক্সবাজার উত্তর বনবিভাগের পিএমখসলী রেঞ্জ অভিযান পরিচালনা করে বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মোট ৪০ শতক বেদখল বনভূমি দখলমুক্ত করেছে।
শনিবার(৯ জানুয়ারী)সকাল ৯ টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের দিকনির্দেশনায় পিএমখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ও দীঘিরঘোনা বিটের কর্মচারীদের নিয়ে রেঞ্জের সকল বিটের সকল কর্মকর্তা সহ দীঘির ঘোনা বিটের লম্বাঘোনা নামক এলাকায় অবৈধভাবে বনভূমিতে গড়ে উঠা একটি ঘর উচ্ছেদ করে ৪০ শতক বনভূমি জবরদখল মুক্ত করা হয়।
এবিষয়ে পিএমখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন,কিছু ভূমিদস্যু বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ঘর উচ্ছেদ করে ৪০ শতক বনভূমি উদ্ধার করা হয়,জড়িতদের বিরুদ্ধে বন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি বন অপরাধ দমনে সবাইকে সহযোগিতা করার আহবান জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-