সোয়েব সাঈদ, রামু •
রামুর সদর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্ন করেছেন ছাত্র-যুবকরা। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে অফিসের চর সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান সংস্কারে স্থানীয়দের এ উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
স্থানীয় সমাজ সেবক নুরুল আমিনের নেতৃত্বে এলাকার একঝাঁক উদ্যোমী ছাত্র-যুবক সকাল থেকে দুপুর পর্যন্ত কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন। এসময় অফিসের চর সিকদার পাড়া জামে মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ এবং সমাজ কমিটির সভাপতি জাহেদুল হক উপস্থিত ছিলেন।
এতে অংশ নেয়া মো. সেলিম উদ্দিন জানিয়েছেন- সামজিক এ মহৎ কাজে নিজে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তিনি কবরস্থান রক্ষণাবেক্ষন ও চার পাশে সীমানা প্রাচীর নির্মাণে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান। কেবল কবরস্থান নয়, এলাকার জরাজীর্ণ সড়ক সংস্কার সহ আরো অনেক জনকল্যাণমূলক কাজে তারা এভাবে ভূমিকা রাখবেন।
জানা গেছে, তত্ত্বাবধানে কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্ন করার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে নুরুল আমিন, মো. ফেরদৌস, মো. আলম, জসিম, জাহাঙ্গীর, মো. সেলিম উদ্দিন, ব্যবসায়ি নুরুল আলম, আফছার, ফাহিম, আরাফাত সহ আরো অনেকে অংশ নেন। স্থানীয়দের এ উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এলাকার জনমনে প্রসংশিত হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-