জাহেদ হাসান :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম পৌরসভার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম কক্সবাজার সদর মডেল থানাধীন লাইট হাউজ পাড়ায় অভিযান পরিচালনা করে মাদরাসা মসজিদের সামনে থেকে পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার বাসিন্দা মোঃ সাদেক মিস্ত্রির ছেলে নুর মোহাম্মদ (৩০) কে ২ শত পিস ইয়াবাসহ আটক করে।
এছাড়া একইদিন অপর এক অভিযানে কক্সবাজার কলাতলী রোডস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মাহমুদুল্লাহ সওদাগরের পুত্র মোঃ বদিউল আলম প্রকাশ আলমগীর কে ২ শত পিস ইয়াবাসহ আটক করে
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-