উখিয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া:

উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রাম থেকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে আঃ সালাম এর ছেলে আনোয়ারুল ইসলাম (৩০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০১৭ সালের অক্টোবরে থানায় দায়েরকৃত মাদক মামলায় আদালত তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড করেন। পলাতক ওই আসামি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। দুপুরে উখিয়া থানার এ,এস,আই ইউসুফ মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁকে প্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সঞ্জুর মোরশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে সোপর্দ হবে।

আরও খবর