গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে একাধিক মামলার আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত ও তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় জড়িত ৮ জন অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) সংঘটিত ঘটনার প্রত্যোক্ষদর্শী আটক আসামী ও পুলিশ সদস্যদের বহনকারী সিএনজি চালক টেকনাফ সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড কেরুনতলী এলাকার ইদ্রিস হোসেন সেই ঘটে যাওয়া সেই নির্মম ঘটনার রুপরেখা এবং বেশ কয়েকজন অপরাধীর নাম উল্লেখ্য করে বিজ্ঞ আদালতে (১৬৪) এ বর্ণনা দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিকে একাধিক মামলার পলাতক আসামী শামশুল আলমকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসার সময় টেকনাফ সদর ইউনিয়ন মিঠাপানির ছড়া এলাকায় আটক আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়।
নিহত যুবক হচ্ছে, মিঠাপানির ছড়া এলাকার গোলাম হোসেন’র পুত্রর আটক আসামীর ছোট ভাই। পুলিশের দাবী এ ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছে। নিহতের পরিবারের দাবি, পুলিশের ছোঁড়া গুলিতে খোরশেদ মারা গেছে।
ঘটনার বিষয় নিয়ে ঐদিন (ওসি) জানিয়েছিল ১১ মামলার পলাতক আসামী শামশুল আলম অত্র এলাকার শীর্ষ মাদক কারবারী। পুলিশ তাকে আটক করে নিয়ে আসার পথে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা চালায় এতে তিন পুলিশ সদস্য আহত হয় এরপর পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গোলাগুলির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত যুবকের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ঐদিন একই সময়ে নিহত খোরশেদ আলমের ভাই নুরুল আলমের বলেছিলেন শামসুল আলমকে কে বা কারা আটক করে নিয়ে যাচ্ছে এই খবরটি শুনার পর আটককারীদের হাত থেকে ভাইকে রক্ষা করার জন্য তারা ঘটনাস্থলে গেলে একটি সিএনজির ভিতর থেকে গুলি চালালে তার ভাই খোরশেদ গুলিবিদ্ধ হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষণা করে।
সংঘটিত এই ঘটনা নিয়ে দায়ের করা মামলার বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান কক্সবাজার জার্নালকে বলেন পুলিশের কাজে বাধা প্রদান এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-