জাহেদ হাসান •
বিট পুলিশং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে অদ্য চকরিয়া পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ড চিরিঙ্গা ইউনিয়ন সমন্বয়ে গঠিত ২১ নং মাস্টার পাড়া, শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালের ২১নং বিট পুলিশং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
আজ ৭ জানুয়ারী ২১নং বিট পুলিশং কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যোবায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, বি.এ (অনার্স) এম.এ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া -পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার, মোঃ তফিকুল আলম,চকরিয়া উপজেলা চেয়ারম্যান। এ ছাড়াও উক্ত ইউনিয়নের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উল্লেখযোগ্য সংখ্যক নারী উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান( পিপিএম) উপস্হিত এলাকাবাসী ও জনগণকে বিট পুলিশিং বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন,বিট পুলিশিং হলো স্থানীয়ভাবে অপরাধ দমন ও তাৎক্ষণিক পুলিশি সেবাপ্রদানে এর ভূমিকা এবং দ্রুততম সময়ে পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধ দমনে বিট পুলিশিং ব্যবস্থা একটি কার্যকর পদ্ধতি বিধায় এর সুফল এলাকাবাসী ভোগ করবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-