রোহিঙ্গা নারীর সাথে ক্যাম্পে ইয়াবা নিয়ে ধরা পড়লো কক্সবাজারের যুবক!

নিজস্ব প্রতিবেদক •

টেকনাফের জাদীমুরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদককারবারী নারী—পুরুষকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জানুয়ারী বিকাল সোয়া ৩টার দিকে কক্সবাজার র‌্যাব—১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফের ২৭নং জাদিমোরা সরকারী প্রাইমারী স্কুলের দক্ষিণ—পূর্ব দিকে অবস্থান নেয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার সমিতি পাড়ার আব্দুস সালামের পুত্র রুহুল আমিন রুবেল (৩১) এবং জাদিমোরার পুরাতন রোহিঙ্গা নুর আহমদের স্ত্রী রোজিনা আক্তারকে (৩০) আটক করে।

এসময় পুরুষ ও মহিলা দ্বারা তাদের দেহ তল্লাশী করে ৮ হাজার ৬৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারী নারী—পুরুষকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আরও খবর