চকরিয়ায় দৃষ্টিনন্দন চিংড়ি ভাস্কর্য নজর কাড়ছে দর্শনার্থীদের

রাজু দাশ, চকরিয়া •


কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা কার্যালয়ের সামনে নির্মিত হয়েছে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও মানুষের জীবিকার সাথে সামঞ্জস্য রেখে ‘ দৃষ্টিনন্দন
চিংড়ি ভাস্কর্য। এই রূপ দেখতেই সকাল থেকে রাত পযন্ত নানা বয়সের মানুষ ভিড় জমাচ্ছে চিংড়ি ভাস্কর্যটি সামনে।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সরজমিনে গিয়ে দেখা যায় আলোকসজ্জায় সজ্জিত নবনির্মিত দৃষ্টিনন্দন ‘চিংড়ি ভাস্কর্য ব্যস্ত সময় পার করেছে দর্শণার্থীরা।

জানা গেছে, চকরিয়া পৌরসভা ভবনের প্রবেশ পথে সেনা ক্যাম্প সংলগ্ন ১ নাম্বার গেইটে এটি স্থাপন করা হয়েছে। এখানে ঐতিহ্য ও সমৃদ্ধির চিত্র চকরিয়া মৎস্য জোনের সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে।

পৌর মেয়র আলমগীর চৌধুরী জানান, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হবে এই ভাস্কর্যটি। চিংড়ি ভাস্কর্য নির্মাণ প্রকৌশলীর সুনিপুন নির্দেশনায় একটি পাইপকে কেন্দ্র করে বিশেষ শিল্পকর্মে নির্মিত ৩টি বিশালাকৃতির প্রতীকি চিংড়ি স্থাপন করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া চোখ জুড়ানো চিংড়ি চত্ত্বরটি মহান বিজয়ের মাসের উপহার হিসেবেও মন্তব্য করতে দেখা গেছে অনেককে। আবার অনেককে সৌন্দর্য্যের নেপথ্য কারিগর চকরিয়া পৌরবাসীর যোগ্যতম অভিভাবক মেয়র আলমগীর চৌধুরীকেও ধন্যবাদ জানাতে দেখা গেছে।