মহেশখালী প্রতিনিধি •
কক্সবাজারের মহেশখালীতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমি আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুমি আক্তার মোহাম্মদ উসমানের স্ত্রী। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমনাগা উপজেলার কুমারি ইউনিয়নে। তবে সুমির স্বামীর বাড়ি ফিরোজপুরের মাঠ বাড়িয়া উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ জানান, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে শুনেছি। সোমবার রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়কাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
তবে স্থানীয়রা বলছেন এটি আত্মহত্যা নয় হত্যা হতে পারে।
জানা গেছে, গত ৮ মাস পূর্বে বিয়ে হয় ওই গৃহবধূর। স্বামী মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে চাকরি করার সুবাদে তিনি চলে আসেন মাতারবাড়িতে।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির আইসি সাখাওয়াত হোসেন জানান, ওই দম্পতি মাতারবাড়ি সিকদারপাড়া ওয়ালিদ চৌধুরীর একটি ভাড়া বাড়িতে থাকতেন। খবর পেয়ে সোমবার ভোরে ভাড়া বাসা থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাদতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-