জাহেদ হাসান •
চকরিয়া থানা পুলিশ পুরাতন বাস স্টেশনে অভিযান চালিয়ে ৯ শত ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৩ জানুয়ারী) রাত অনুমানিক ১১ টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান চালিয়ে চকরিয়া থানাধীন পুরাতন বাস স্টেশন এলাকা থেকে ইয়াবাসহ মোঃ সোহেল নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।পরে উপস্হিত সাক্ষীদের সামনে গণনা করে ৯ শত ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-