রাজু দাশ, চকরিয়া •
কক্সবাজারের চকরিয়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৮ রোগীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১১ লাখ ৬০ হাজার টাকা চিকিৎসা অনুদান হস্তান্তর করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
শনিবার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া চিকিৎসা সহায়তার এসব চেক উপকারভোগীদের হাতে হস্তান্তর শুরু হয়েছে।
চিকিৎসা সহায়তা ব্যক্তিরা হলেন, ডুলাহাজারার মোহাম্মদ কালু, পালাকাটার আবদু শুক্কুর, কাহারিয়াঘোনার সোলতান আহমদ, মাইজঘোনার মুরশিদা বেগম, করাইয়াঘোনার মিজানুর রহমান, খুটাখালী হাজিপাড়ার শফিকুর রহমান, পূর্ববড় ভেওলা সিকান্দার পাড়ার রুহুল আমিন, পেকুয়ার আনর আলী মাতবর পাড়ার এস এম শাহাদত হোসেন, রাজাখালী দশেরঘোনার মোহাম্মদ হোছাইন, গোঁয়াখালী বটতলী পাড়ার আরিফুল ইসলাম, ভরামুহুরীর উৎপল কুমার দে, পালাকাটার হাজেরা খাতুন, করাইয়াঘোনার নুরুল হুদা, কাহারিয়াঘোনার মোহাম্মদ ইসমাইল, পৌরসভার স্কুলপাড়ার জালাল উদ্দিন, চরণদ্বীপ জালিয়াপাড়ার আবুল হোসেন, মগনামা সিকদার পাড়ার কহিনুর আক্তার, করাইয়াঘোনার আব্দুল করিম, কোনাখালী নয়নঘোনার জাহাঙ্গীর আলম, পালাকাটা ইমাম উদ্দিন পাড়ার নজির আহমদ, মো. রফিকুল ইসলাম, কাহারিয়াঘোনা ছালাম মাষ্টার পাড়ার আবুল কাশেম, পূর্ববড় ভেওলা আনিচপাড়ার মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের স্ত্রী ছাবেকুন্নাহার, হাসপাতাল পাড়ার আনোয়ার হোছাইন, সুরাজপুরের জাহিদুল ইসলাম, করাইয়াঘোনার শামশুল আলম, হালকাকারা সওদাগর পাড়ার হোছনে আরা বেগম, মগনামার মগঘোনার জাহাঙ্গীর আলম। ###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-