টেকনাফে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকা নিয়ে মহিলাসহ ৫ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক •


নতুন বছরের শুরুতেই টেকনাফে অস্ত্র, নগদ টাকা ও সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ (ডিএনসি)।

শুক্রবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া থেকে তাদের আটক করা হয়েছে।

তারা হলেন- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জাহেদের দুই স্ত্রী হাসিনা ও জোৎসনা, জাহেদের ভাই নবী হোসেন, রোহিঙ্গা আব্দুল জলিল, মামুনুর রশীদ।

ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল এ খবর জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং জাহেদের বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় টেকনাফ ডিএনসি। এসময় দুটি সাটারগান ও সাড়ে সাত হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানকালীন সময়ে আসামীদের সাথে ধস্তাধস্তিতে ডিএনসির তিন সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এই ঘটনায় জাহেদ হোসেনকে পলাতক আসামী করে জব্দকৃত অস্ত্র ও মাদকসহ ধৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

আরও খবর