টেকনাফে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

প্রতিকী ছবি

টেকনাফে সাবরাং এলাকা থেকে আবু সিদ্দিক (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে সাবরাং ইউনিয়ন ১নং ওয়ার্ড উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত ফজল আহমদের পুত্র। তথ্য সুত্রে জানাযায়, ১জানুয়ারী (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে আরো জানা যায়,নিহত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।

কিছুদিন আগে অসুস্থ ছোট ছেলের চিকিৎসা করার তার স্ত্রী সমুদা খাতুন ছেলে-মেয়েদের নিয়ে বাবার বাড়িতে চলে যায়। পার্শ্ববর্তী লোকজন তালাবদ্ধ টিনশেড ঘরে কোনো ধরনের সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে অনেক ডাকাডাকি করেন। এরপর স্থানীয় লোকজন থানায় খবর দিলে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সোহেল রানার নেতৃত্বে পুলিশেরর একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে তালাবদ্ধ থাকা ঘরের দরজাটি ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকারী কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল রানা বলেন, মাদক সেবনের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রকৃত ঘটনা জানা যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।

তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও খবর