উখিয়ায় ‘রুমখাঁপালং এমপিএল ক্রিকেট টুর্ণামেন্টে’র ফাইনাল খেলা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি •

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী রুমখঁাপালং এলাকায় এমপিএল বা মাতবর পাড়া ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর (রবিবার) বিকেল ৩ ঘটিকার সময় স্থানীয় মাতবর পাড়া খেলার মাঠে টানটান উত্তেজনাপূর্ণ বহু প্রত্যাশিত ফাইনাল খেলা দেখতে দূর দূরান্ত থেকে দর্শক উপছে পড়ে। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এমপিএল ক্রিকেট টুর্ণামেন্টে চারটি অংশগ্রহণ করে। তৎমধ্যে দুইটি দল প্রথম রাউন্ডে ছিটকে পড়ে। প্রথম রাউন্ড থেকে চমৎকার খেলা উপহার দেওয়া মুনতাসির নাহিন একাদশ বনাম রিয়াসাত জোহাইর সাকিন একাদশ অবশেষে স্বপ্নের ট্রপির লড়াইয়ে অবতীর্ণ হয়। প্রথমে ব্যাট করতে নেমে সাকিন একাদশের অধিনায়ক রিয়াসাত জোহাইন সাকিন দূর্দান্ত ব্যাটে ৫৯ রানের টার্গেট দেয়। দ্বিতীয় ইনিংসে একইভাবে অধিনায়ক সাকিন দূর্দান্ত বল করে ৩ উইকেট নিয়ে নাহিন একাদশকে ২৮ রানের ব্যবধানে পরাজিত করে কাঙ্খিত ট্রপি নিজেদের করে নেয় সাকিন একাদশ।

অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, পরিবহন ও শ্রমিক নেতা ছলিম উল্লাহ বাহাদুর।

অতিথি ছিলেন, যুবনেতা মুহাম্মদ ইদ্রিস, বিশিষ্ট ছাত্রনেতা মোস্তফা শাকিল রিয়াদ, সমাজ সেবক ওমর ফারুক, বিশিষ্ট মুরব্বি আলী হোছন, জামাল উদ্দিন মাহমুদ, আবদুল্লাহ, খেলা পরিচালনা কমিটির পক্ষে কাউসার উদ্দিন মুরাদ, আবদুল জলিল, জসিম উদ্দিন, নুরুল আবছার মানিক, রেজাউল করিম রেজা, আবু ছিদ্দিক, আবদুল আলম, সাইমুল আলম, জসিম উদ্দিন, সহ প্রমূখ। খেলায় অভিজ্ঞ আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন কৃর্তি খেলোয়াড় মোঃ ইউনুছ ও হাজী মোক্তার আহমদ। ধারাভাষ্যকার হিসাবে ছিলেন বিশিষ্ট গায়ক মোঃ ফেরদৌস।

পুরো টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন নুরুল আবছার মানিক, আবদুর রহিম, ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের অধিনায়ক রিয়াসাত জোহাইর সাকিন।

আরও খবর