টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজার র্যাব-১৫এর সদস্যরা অভিযান চালিয়ে হ্নীলা গাজীপাড়ার আব্দু শুক্কুর ওরফে শিয়াইল্যাকে আটক করেছে।
গত ২৯ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা ঊলুচামরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মাঠে অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা রঙ্গিখালী গাজী পাড়ার মৃত গুরা মিয়ার পুত্র আব্দু শুক্কুর প্রকাশ শিয়াইল্যা (৩৫) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী করে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-