গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ ডিএনসি অফিসে কর্মরত সদস্যরদের সাঁড়াশী অভিযান পরিচালনা করে চিহ্নিত তিন মাদক সেবনকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ধৃত মাদকাসক্ত যুবকরা হচ্ছে, টেকনাফ পৌসরভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া এলাকার সিরাজুল হক’র পুত্র আব্দুল করিম(৩৩), গোলাম মোস্তফা’র পুত্র মোঃ বিপুল(২৫), মৃত ফজল আহাম্মদ’র পুত্র ইমাম হোসেন(২৮)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা (মুকুল) জানান,গোপন সংবাদের তথ্য অনুযায়ী,পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্ব একটি দল টেকনাফ পৌরসভা পুরাতন পল্লানপাড়া এলাকায় তিন মাদক সেবনকারী বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে কয়েকটি ইয়াবা ও বিয়ারসহ চিহ্নিত তিন মাদকাসক্ত যুবককে আটক করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম (সাইফ) কাছে নিয়ে গেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক তিন মাদক সেবনকারীকে সাজা প্রদান করে।
এদের মধ্যে দুই জনকে ৯মাস, অপর জনকে ৭মাস সাজা দিয়ে মাদকাসক্ত আটক তিন যুবককে কারাগারে প্রেরণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।####
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-