নিজস্ব প্রতিবেদক •
উখিয়ায় শীত জেঁকে বসেছে। শীত বস্ত্রের অভাবে এতিম, ছিন্নমূল, ভাসমান, অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজন কষ্ট করছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে হিম রাতে কম্বল নিয়ে তাদের মাঝে ছুটে যাচ্ছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
দিনের বেলায় দাপ্তরিক কাজ শেষে করে প্রকৃত শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করতে রাতের বেলায় ছুটে যান তিনি।
তারই ধারাবাহিকতায় (২৯ডিসেম্বর) রাত ১০টা দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুহুরি পাড়া হেফজখানা, কুতুপালং শাহ মজিদিয়া ইসলামি কমপ্লেক্স হেফজখানা, উখিয়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ইবনে আব্বাস একাডেমি হেফজখানার শিশু-কিশোরদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র পৌঁছে দেন ইউএনও।
এসময় তার সাথে ছিলেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
কনকন শীতে শীতবস্ত্র পেয়ে সৃষ্টিকর্তা কাছে প্রধানমন্ত্রী এবং ইউএনও’র দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন হেফজখানার শিক্ষার্থীরা।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে শীত পড়ছে। এই শীতে ছিন্নমূল অসহায় যারা রয়েছেন তারা খুবই কষ্ট করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী উখিয়ার বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে শীতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানায়।
উল্লেখ্য, এর আগে উপজেলার বিভিন্ন স্থানে গভীর রাতে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানবিক ইউএনও হিসেবে সুনাম কুড়ান নিজাম উদ্দিন আহমেদ৷
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-