আরফাতুল মজিদ •
কক্সবাজার শহরের হোটেল শৈবালের সামনে থেকে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত যুবকের নাম রবিউল হাসান মুন্না (৩২)। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় আরও দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার পৌনে ৭টার দিকে হোটেল শৈবালের সামনে ছিনতাইয়ের শিকার হন কক্সবাজার কেজি স্কুলের প্রধান শিক্ষিকা জুবাইদা নাসরিন। এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও হাতব্যাগ নিয়ে যান। পরে বিষয়টি ডিবি পুলিশকে জানালে হোটেল শৈবালের আশপাশ এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় অভিযান চালিয়ে ছিনতাইকারী মুন্নাকে আটক ও ভুক্তভোগী শিক্ষিকার মোবাইল ফোন এবং হাতব্যাগ উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ আলী আরও বলেন, মুন্না একজন পেশাদার ছিনতাইকারী। অভিযানের সময় আরো দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-