টেকনাফে র‍্যাবের হাতে ইয়াবাসহ যুবক আটক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •

টেকনাফে র‍্যাব-১৫ এক অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ সহ এক ইয়াবাকারবারীকে আটক করেছে। রোববার ২৭ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেকনাফ শহরের শাপলাচত্বর এলাকায় নীলদরিয়া বাস কাউন্টারের সামনে থেকে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেল পাড়ার মৃত আবদুস শুক্কুরের পুত্র মোঃ ইসমাইল (২২) র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর সময় র‍্যাব-১৫ সদস্যরা তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে, তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে র‍্যাব সদস্যরা ৪ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

আটক ইয়াবাকারবারীকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবা টেবলেট সহ হস্তান্তর করা হয়েছে। আটককৃত ইয়াবাকারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারাদেশে বেচাবিক্রি করত বলে র‍্যাব-১৫ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে ধৃত ইয়াবাকারবারীকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরও খবর