এম.ফেরদৌস, উখিয়া •
উখিয়া থাইংখালী চাকরির অগ্রাধিকারসহ নানা দাবিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থার বিরুদ্ধে সড়ক অবরোধ ও মানববন্ধনে নেমেছেন স্থানীয়রা। এসময় রোহিঙ্গা ক্যাম্পে যেতে বাধা দেয়া হয় এনজিও কর্মীদের শতাধিক গাড়ি।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে কাফনের কাপড় পরে কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালী এলাকায় অবস্থান নেয় স্থানীয়রা।
এসময় তারা প্রতিটি গাড়ি তল্লাশি করে এনজিও কর্মীদের ক্যাম্পে ঢুকতে বাধা দেয়। তাদের দাবি, এমএসএস’সহ কয়েকটি এনজিও সংস্থা স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের নিয়োগ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বিষয়টি মীমাংসা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বৈঠক হওয়ার কথা হলে স্থানীয়রা এ সড়ক অবরোধ বন্ধ করেন এবং সমাধানের ইউএনও অফিসে যাচ্ছেন।
উল্লেখ্য, গত চার/পাঁচ মাস ধরে স্থানীয়রা বিষয়টি শরণার্থী কমিশনার কার্যালয়, বিভিন্ন এনজিও সংস্থা ও স্থানীয় প্রশাসনের কাছে জানিয়ে আবেদন জানিয়েছিলেন।এসময় তাদের চাকরিসহ নানা অধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও প্রশাসনসহ এনজিও সংস্থাগুলো দাবি বাস্তবায়ন না করায় আন্দোলনে নামার কথা জানান বিক্ষোভকারীরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-