নিজস্ব প্রতিবেদক •
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পশ্চিম হলদিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাদশা মিয়া চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, সাবেক হলদিয়া পালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসলাম, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল করীম, উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জাহান সাজু ,১ নং কৃষকলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন, সভায় সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের আহব্বায়ক মাহমুদুল হক, সঞ্চালনা করেন হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের যুগ্ন আহব্বায়ক নুরুল আলম প্রমূখ।
এদিকে উক্ত সম্মেলনে ভোটের মাধ্যমে মাহমুদুল হক সভাপতি, মোহাম্মদ নুরুল আলমকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিতরা উখিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী ও সাধারন সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটনের প্রতি কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন এবং সংগঠনকে সু-সংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।##
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-