নিজস্ব প্রতিবেদক •
সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, আর্থ সামাজিক উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষে উখিয়ার একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেলপ কক্সবাজার’ এর উদ্যোগে শিশু কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম এ কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটিতে কহিনুর আক্তারকে সভাপতি এবং কুলসুমা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, হেলপ কক্সবাজার দীর্ঘদিন ধরে শিশু অধিকার ও শিশুশ্রম নিরসন নিয়ে কাজ করে আসছেন।
যা সরকারের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন পরিকল্পনা ও সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে সফল করার জন্য সহায়ক ভূমিকা পালন করছে। এই সেবাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ও তরুণ সমাজের মাঝে সচেতনতা সৃষ্টি করতে এ পরিষদের পথ যাত্রা। অযত্ন অবহেলায় আমাদের সমাজে শিশুরা আজ অসহায়। তারা মাদকাসক্ত, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত,খাদ্য, বস্ত্র,শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান থেকে বঞ্চিত। এছাড়া তারা বাল্য বিবাহের শিকার হয়। আমাদের শিশু-কিশোরদের জন্য এগিয়ে আসতে হবে কেননা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে।
আমি শিশুদের জন্য বলবো-আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মত মানুষ হবে, মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে।’
তিনি করোনা ভাইরাসকালীন সতর্কতা হিসেবে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করা এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী হওয়ার পরামর্শ দেন, যাতে স্কুল খুললেই সকলে আবার শ্রেণি কার্যক্রমে যথাযথভাবে অংশগ্রহণ করতে পারে। একই সঙ্গে তিনি অভিভাবকদেরকে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি লক্ষ্য রাখার পাশাপাশি তাদের মধ্যকার সুপ্ত প্রতিভা বিকাশ এবং খেলাধুলার সুযোগ করে দেয়ারও আহ্বান জানান।
এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির জন্য করণীয় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- কোন শিশু নির্যাতনের শিকার হলে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সহায়তা করা, সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্বকরণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করা, ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুর পরিবারকে সামাজিক সুরক্ষাবলয়ে আনা, শিশুদের কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ কর্ম সংস্থানের ব্যবস্থা করা, আইন প্রয়োগের মাধ্যমে শিশুশ্রম নিরসন করা ও এ্যাকশন প্লান তৈরি করে শ্রমজীবী শিশুদের জন্য কাজ করা।
উল্লেখ্য যে, হেলপ কক্সবাজার উখিয়া উপজেলার একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা যা দীর্ঘদিন থেকে সুবিধাবঞ্চিত শিশু,শিশুদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জীবন দক্ষতামূলক কার্যক্রম, দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কাজ করে আসছে।
বর্তমানে কক্সবাজার জেলায় জালিয়াপালং এর জনগোষ্ঠীর জীবন মানের উপর এর প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-