টেকনাফে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ ডিএনসি অফিসে কর্মরত সদস্যরা আবারও চিহ্নিত এক ইয়াবা কারবারীর বসতবাড়ীতে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে দুই হাজার ইয়াবা এবং খুরশিদা বেগম নামে এক নারী মাদক কারবারীসহ দুই জনকে আটক করেছে।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরে সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা (মুকুল) জানান,
গোপন সংবাদের তথ্য অনুযায়ী, ২৬ ডিসেম্বর (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ মাদকদ্রব্য অফিসে কর্মরত চৌকষ পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান’র নেতৃত্বে মাদকদ্রব্য অফিসের একটি দল টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড শিলবনিয়া পাড়া এলাকার জয়নাল আবেদিন’র পুত্র খুচরা মাদক ব্যবসায়ী মোঃ ইসহাক প্রকাশ ভুলু মাঝির বসতঘরে থেকে মাদক পাচারে জড়িত এক নারীসহ দুই জনকে আটক করে এবং তাদের কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে,
দুই হাজার ইয়াবাও উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত অভিযান চলাকালীন সময়ে বাড়ীর মালিক মাদক ব্যবসায়ী মোঃ ইসহাক ও রমিদা খাতুন নামে এক নারী মাদক পাচারকারী সু-কৌশলে পালিয়ে যায়। তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক দুই আসামী ও পালিয়ে যাওয়া দুই আসামীসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক এবং পলাতক আসামীরা হচ্ছে,টেকনাফ সদর ইউপি ৮নং ওয়ার্ড শিলবনিয়া পাড়া এলাকার জয়নাল আবেদিন’র পুত্র মোঃ ইসহাক প্রকাশ ভুলু মাঝি(৪৫), নুর ইসাল’র স্ত্রী রমিদা খাতুন (৩২), মৃত মোঃ ইউনুছ’র পুত্র নুর ইসলাম(৩৫), ভুলু মাঝির স্ত্রী খুরশিদা বেগম(৩৫)।####

আরও খবর