রামুর কাশেম ১৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে আটক: ট্রাক জব্দ

জাহেদ হাসান •

চট্রগ্রাম সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবাসহ রামু খুনিয়াপালং এর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫.৪৫ মিনিটের সময় এই অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এসআই হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে চট্রগ্রাম গামী একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে ড্রাইভার সীটের নিচে বিশেষ কৌশলে লুকানো ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ওই ট্রাক চালককে আটক করে।

আসামী মো: আবুল কাশেম (৪৫) পিতা-মৃত আব্দুল কাদের, সাং- খুনিয়া পালং,রামু- কক্সবাজার।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছ বলেও নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও খবর