উখিয়ার বশর ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়লো ডিএনজির জালে!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪৪০০ পিস ইয়াবা সহ এক ইয়াবা কারবারীকে আটক করেছে।

২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টার দিকে শহরের কলাতলী লাইট হাউজ পাড়া এলাকার সীল্যান্ড গেস্ট হাউজ সামনে এ অভিযান চালানো হয়।

আটককৃত যুবক হলেন উখিয়ার পালংখালী ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মোঃ নুরুল বশর (২৪)।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র এ তথ্য নিশ্চিত করেছে। অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম এ সফল অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ইয়াবাকারবারী নুরুল বশরকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও খবর