বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা ১৩ রোহিঙ্গা আটক

বিশেষ সংবাদদাতা •

বাংলাদেশের কক্সবাজারের শিবির থেকে পালিয়ে দালাল ধরে ভারতে প্রবেশ করা ১৩ রোহিঙ্গাকে আটক করল পুলিশ। এই রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে আসামের করিমগঞ্জে আশ্রয় নিয়েছিল। তারা ২০১৭ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে বর্মী সেনার হাতে প্রবল অত্যাচারিত হয়ে বাংলাদেশে চলে আসে।

পরে টেকনাফ, কক্সবাজার, ফেনীতে তারা আশ্রয় পায়। কিন্তু, তার ফাঁকে এই রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। কক্সবাজারে তাদের জন্যে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরটি খোলা হয়েছে। উদ্বাস্তু রোহিঙ্গাদের বিষয়ে মানবিক দৃষ্টভঙ্গি না নেয়ার জন্যে দেশে বিদেশে সমালোচিত হচ্ছেন মায়ানমারের রাষ্ট্রনেতা অং সান সু চি।

আরও খবর