মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ র‌্যাবের দুই সদস্যকে বিদেশ পাঠানো হচ্ছে

ইমাম খাইর •

র‌্যাবের মাদক বিরোধী অভিযানে অজ্ঞাতনামা অস্ত্রধারী মাদক কারবারীদের হাতে গুলিবিদ্ধ কর্পোরাল মোঃ সাহাবউদ্দিন এবং সৈনিক মোঃ ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ ডিসেম্বর ২৬ নং মুচনী রোহিঙ্গা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। ওই সময় গুলিবিদ্ধ হন কর্পোরাল মোঃ সাহাবউদ্দিন এবং সৈনিক মোঃ ইমরান হোসেন। তখন থেকে তারা চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা উন্নত না হওয়ায় চৌকস এই দুই কর্মকর্তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয় র‌্যাবের হেডকোয়ার্টার।

তাদের চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয় সে জন্য র‍্যাবের পক্ষ থেকে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আরও খবর