কক্সবাজার জার্নাল রিপোর্ট •
উখিয়া থেকে পনের মামলার পলাতক আসামীকে মো. গণি মিয়াকে গ্রেফতার করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে দূর্গম পাহাড়ি এলাকা মুসার খোলা বটতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. গণি মিয়া উখিয়ার বালুখালী ইউনিয়নের মুসার খোলা বটতলী গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
এসময় তার কাছ থেকে ২০ হাজার ১০৫ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল, ২টি রামদা, ৩টি চাকু, ১ বক্সদেশিয় অস্ত্র তৈরির সরঞ্জাম, ৫৫ হাজার নগদ টাকা, মিয়ানমার বিজিপি’র মানকি টুপি ৫০টি, বিজিপির থ্রি কোয়ার্টার প্যান্ট ১টি ও বিজিপি’র গেঞ্জি ১টি উদ্ধার করা হয়।
কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে এনে মো. গণি মিয়া বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ীতে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালায়। বিজিবির টহল দলের উপস্থিতি টের মোটর সাইকেল যোগে পালানোর চেষ্টা করে মো. গণি মিয়া। এসময় তাকে ধৃত করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধৃত আসামীর শরীর, মোটর সাইকেল ও বাড়ীতে তল্লাশী করা হয়।
“এসময় তল্লাশী করে ২০ হাজার ১০৫ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল, ২টি রামদা, ৩টি চাকু, ১ বক্সদেশিয় অস্ত্র তৈরির সরঞ্জাম, ৫৫ হাজার নগদ টাকা, মিয়ানমার বিজিপি’র মানকি টুপি ৫০টি, বিজিপির থ্রি কোয়ার্টার প্যান্ট ১টি ও বিজিপি’র গেঞ্জি ১টি উদ্ধার করা হয়।”
মো. গণি মিয়া উখিয়ার মুসার খোলা বটতলী গ্রামের কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী। সে ১৫টি মামলার পলাতক আসামী। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় বিজিবি কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-