গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে গভীর রাতে র্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাম-ঠিকানা বিহীন অস্ত্রধারী এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
র্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় জানা যায়, ২১ ডিসেম্বর (সোমবার) গভীর রাতে টেকনাফ বাহারছড়া শামলাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনা চলাকালিন সময়ে র্যাবের দুইজন সদস্য আহত হয় এবং এক অপরাধী গুলিবিদ্ধ হয়। র্যাব সদস্যরা গুলিবিদ্ধ ব্যাক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী একটি অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তবে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মাদক ব্যবসায়ীর পরিচয় কি তা জানাতে পারেনি র্যাব।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মাদক ব্যবসায়ীর লাশটির পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংঘটিত এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-