নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারে ১২ হাজার পিস ইয়াবা সহ ৪ জন ইয়াবাকারবারী কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নির্দেশনায় পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে প্রথম অভিযানে সোমবার ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল সী-পয়েন্টে অভিযান পরিচালনা করে ৩য় তলার ২০৮ নং কক্ষ হতে চট্টগ্রামের পটিয়ার বড়লিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়লিয়া, মুন্সীর বাড়ির মোঃ ফরিদ আহম্মদের পুত্র মোঃ জাবেদুল ইসলাম (৩১) এবং একই ইউনিয়নের একই ওয়ার্ডের বড়লিয়া, হায়দার আলী তালুকদারের বাড়ীর মৃত মোহাম্মদ ইসমাইলের পুত্র মোঃ ইসহাক (৩৩) কে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার ডিএনসি’র অপর এক অভিযানে কক্সবাজার শহরের কলাতলী লেগুনা বীচ রোডস্থ গ্রীন হাউজ (আবাসিক) হোটেল এর সামনে থেকে কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর পাড়ার রমজান আলীর পুত্র মোঃ রায়হান উদ্দিন (২৮) এবং একই এলাকার মৃত সৈয়দ আলমের পুত্র মোঃ সাগর (২২) কে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান ২ টি পরিচালনা করা হয়।
উভয় অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ইয়াবাকারবারীদের আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-