উখিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ার ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‌্যাব-১৫।

সোমবার (২১ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি উখিয়া রাজাপালং হরিণমারা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ হাশেম (২৯)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল রত্নাপালং’র পালং গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর