কক্সবাজারে সক্রিয় মাদক কারবারীরা : ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক •

পর্যটন মৌসুমেক সামনে রেখে কক্সবাজারের কলাতলীর হোটেল মোটেল জোনে মাদক কারবারীরা ততপড় হয়ে উঠেছে।প্রতিদিন আইন শৃঙ্খলাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ধরা পড়ছে প্রচুর ইয়াবা।মুলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে বেড়াতে আসা মাদক সেবী ও ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহ করতেই কলাতলীতে সংঘবদ্ধ চক্র বেপরোয়া হয়ে উঠেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসিও তাদের ততপড়তা বাড়িয়ে দিয়েছে মাদক পাচার ও বিক্রি রোধ করতে।এরই ধারাবাহিকতায় রবিবার ও সোমবার গত ৪৮ ঘন্টায় কলাতলীর হোটেল মোটেল জোনে পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি‘র পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি দল রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সােড় ৬টায় কলাতলীর রুবি বীচ রিসোর্টের সামনে রাস্তার উপর থেকে পৌরসভার ১২ নং ওয়ার্ড এর কলাতলী, উত্তর আদর্শ গ্রামের মোঃ সৈয়দকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

অপর অভিযানে রাত ১১ টায় কলাতলী রোডস্থ হোটেল সী-প্যালেস গেইট সংলগ্ন সোহাগ কাউন্টারে দাঁড়ানো সোহাগ পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪-৬২২৮) নং বাস হতে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়া এলাকার মোঃ আবু বক্করের ছেলে মোঃ হারুন (২২) কে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে।

অপরদিকে সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৭ টা থেকে ৮ টা ৩০ মিনিটে পৃথক দুইটি অভিযানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে হতে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়া এলাকার মোঃ রশিদ আহম্মেদের ছেলে মোঃ মামুনুর রশিদ (২০)কে ৬০০ পিস ও হোটেল লং বীচ এর সামনে হতে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের, কে কে পাড়া এলাকার মোঃ নুর হোসেনের ছেলে মোঃ হোসেন জোহার (২১)কে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলার সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় ৪টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান,জেলাব্যাপী তাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

আরও খবর