উখিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ‘হেলপ কক্সবাজার’

সংবাদ বিজ্ঞপ্তি •

উখিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতির সাথে সাক্ষাত করেছে উখিয়ার একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা হেলপ কক্সবাজার। এ সময় ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানানো হয়।

রবিবার রাত ৮টার দিকে হেলপ কক্সবাজার এর হেড অফিসে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সাঈদ মোহাম্মদ আনোয়ারকে অভিনন্দন জানান এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, হেলপ কক্সবাজার এর ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার এস এম জুনায়েদ চৌধুরী,প্রজেক্ট ম্যানেজার জিল্লুর রহমান, অপারেশন অফিসার মোঃ ইউসুফ, এডমিন এন্ড এইচ আর মাহমুদুল হাসান তারেক,লিগাল এইড অফিসার আশরাফুল হক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ শাহজাহান, শাহ কামাল প্রমুখ।

আরও খবর