এম.কলিম উল্লাহ, উখিয়া •
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার নিবাসী পল্লী চিকিৎসক ডাক্তার বিভূতি ভূষণ দত্ত (৬০) পরলোক গমন করিয়াছেন।
আজ সকাল সাড়ে আটটার সময় রুমখাঁ বাজার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি দীর্ঘ ছয় মাস যাবত ক্যান্সার রোগে আক্রান্ত। দেশের অন্যতম চিকিৎসক ও ইন্ডিয়া হায়দ্রাবাদ ক্যান্সার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন।
আজ বিকাল ৪ টায় স্থানীয় শ্মশান প্রাঙ্গণে তাহার শেষক্রিয়া সম্পন্ন করা হবে। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে যান।
ডাক্তার বিভূতি ভূষণ দত্ত এর মৃত্যুতে কোটবাজার পল্লী চিকিৎসক ফোরামের পক্ষ থেকে গভীর শোক, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আত্নার সদগতি কামনা করেছেন।
এদিকে, তার মৃত্যুতে কক্সবাজার জার্নাল পরিবার গভীরভাবে শোকাহত।
এক শোক বার্তায় গভীর শোক, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আত্নার সদগতি কামনা করেছেন কক্সবাজার জার্নাল ডটকম এর উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক ও প্রকাশক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভুলুসহ কক্সবাজার জার্নাল পরিবার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-