নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে জুতার ভেতর ইয়াবা নিয়ে পালানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ২৪০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক মো. রফিক ওই উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া ব্রিটিশ পাড়ার আমির হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে ওই এলাকা থেকেই তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া ব্রিটিশ পাড়ায় অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রফিককে আটক করা হয়। পরে তল্লাশি করে তার জুতার ভেতর থেকে ২৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-