মুক্তিযুদ্ধের সংগঠক বখতিয়ার চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ বিজ্ঞপ্তি •

কক্সবাজারের উখিয়া উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ বখতিয়ার আহম্মদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৩ সালের এই দিনে বখতিয়ার চৌধুরী মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি অসংখ্য মসজিদ-মাদ্রাসা স্থাপনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করেন। বখতিয়ার চৌধুরী ছিলেন দক্ষিন চট্টগ্রামের অন্যতম জমিদার। তিনি উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর পিতা।

দানবির ও শিক্ষানুরাগী মরহুম সৈয়দ বখতিয়ার আহম্মদ চৌধুরীর ১৭ তম মৃত্যু বার্ষিকীতে আজ শনিবার তাঁর নিজ বাড়ি উখিয়ার রুমখাঁ চৌধুরী পাড়ায় কোরআনখানি, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

আরও খবর