চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৮ আসামী গ্রেপ্তার

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৮জন আসামীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোররাত পর্যন্ত চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সাড়াশি অভিযান  চালিয়ে এসব আসামীদের গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন,কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী উপজেলার ১৮টি ইউনিয়ন ও চকরিয়া পৌর এলাকায় থানা পুলিশের একটি বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে গতকাল শুক্রবার ভোররাত পর্যন্ত চালানো এ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ৮জন আসামীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি শাকের মোহাম্মদ যুবায়ের।

আরও খবর