উখিয়ায় তাবলীগের মুরব্বি ডাঃ সিরাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

এম. কলিম উল্লাহ, উখিয়া •

কক্সবাজারের উখিয়ায় তাবলীগ জামায়াতের বিশিষ্ট দায়ী ডাঃ সিরাজুল ইসলাম (৯০)এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়া, সিকদার পাড়া জামে মসজিদের পাশে অনুষ্ঠিত নামাজে জানাজায় জেলা-উপজেলা থেকে আগত মুসল্লিদের ঢল নেমেছে।
উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম পরিবার তিনি জন্মগ্রহণ করেন। তাহার পিতা মরহুম আজিজুর রহমান সওদাগর।

গতকাল বুধবার দুপুর আড়াইটার সময় বার্ধক্যজনিত কারণে একমাস অসুস্থ থাকার পর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

ব্যক্তিজীবন ডাক্তার হিসেবে শুরু হলেও জীবনের দীর্ঘ সময় তাবলীগ জামাতের দাওয়াতী মেহনতের সাথে জড়িত ছিলেন। জানা যায় ১৯৬৪ইং সাল থেকে তিনি তাবলীগের কাজ করে আসছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে তাবলীগের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে দ্বীনের আলো পৌঁছে দিয়ে মানুষকে আল্লাহর পথে আনার নিরলস চেষ্টা করে গেছেন। এছাড়া সৌদি আরব, পাকিস্তান, ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ মায়ানমার সহ বিভিন্ন দেশে তিনি তাবলীগের কাজে সফর করেছেন। পারিবারিক জীবনে তিনি ৭ছেলে ও ৩মেয়ে সন্তানের পিতা ছিলেন।

নামাজে জানাজায় ইমামতি করেন, তাহার ছেলে মাওলানা এমদাদ উল্লাহ। তিনি বলেন, আমার বাবার দীর্ঘজীবনে একমাত্র আল্লাহর দ্বীনকে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার কাজ করেছেন। আমাদের সকলের উচিত এই মেহনতের সাথে নিজেকে সম্পৃক্ত করা।

জানাজায় ওলামায়ে কেরাম, তাবলীগ জামাতের দায়িত্বশীল, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজারো মুসল্লির উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে মরহুমের নামাজে জানাজা শেষ হয়।

আরও খবর