ধর্মীয় লেবাসের আড়ালে ইয়াবা পাচার: টেকনাফের গণি আটক

চট্টগ্রাম •

বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ওসমান গণিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (১৪ ডিসেম্বর) রাতে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী টানা ব্রীজের উপর প্রধান সড়কে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, টেকনাফ থেকে বাঁশখালী প্রধান সড়ক ব্যবহার করে চট্টগ্রামে ইয়াবা ট্যাবলেট পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে পুঁইছড়ি টানা ব্রিজ এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। চকরিয়া থেকে চট্টগ্রামমুখী সি.এন.জি টেক্সি তল্লাশি করে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়া পাড়ার হাবিব উল্লাহর ছেলে মো. ওসমান গণিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাঁশখালী থানার এস.আই প্রদীপ চক্রবর্তী বলেন, ‘‘সোমবার রাতে তল্লাশি চৌকিতে ৯’শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া গত ১৩ ডিসেম্বর কক্সবাজার জেলার মগনামা পাড়ার মো. ইসমাইলের ছেলে জোবায়েরের কাছ থেকে ৭ হাজার ৬’শ পিস ও হাটহাজারীর মির্জাপুর গ্রামের সরকারহাট এলাকার দেলোয়ারের ছেলে মেহেদি হাসানের কাছ থেকে ১৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবীর বলেন, ‘‘ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। ’’

আরও খবর