জেলা ছাত্রদলের সেক্রেটারি (স্থগিত) ফাহিমের ভাই মফিজুর রহমান মিন্টু আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক (স্থগিত) ফাহিমুর রহমান এর ভাই মফিজুর রহমান মিন্টু (৪৭) আর নেই। বুধবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি (স্থগিত) শাহাদাত হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার শহরের পাহাড়তলী রোডস্থ কচ্ছপিয়া পুকুর পাড় এলাকার মরহুম আবদুল জব্বার মুন্সি ও মরহুমা ফাতেমা বেগমের তৃতীয় পুত্র মফিজুর রহমান মিন্টু ওষুধ কোম্পানি গ্লোব ফার্মাসিউক্যাল এর কক্সবাজারের এরিয়া ম্যানেজার ছিলেন। মফিজুর রহমান মিন্টু মৃত্যকালে স্ত্রী, ৩ মেয়ে, ২ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন রেখে যান। মফিজুর রহমান মিন্টু বুধবার তার গ্রামের বাড়ি টেকনাফের বাহারছরা ইউনিয়নের শামলাপুর গ্রামে বেড়াতে গেলে সেখানে হঠাৎ ব্রেন স্ট্রোক করে শেষ নিঃস্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তার মৃতদেহ শামলাপুর থেকে রাত ৯ টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলী রোডস্থ কচ্ছপিয়া পুকুর পাড় এলাকায় আনা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর সকাল ১০ টায় দক্ষিণ তারাবনিয়ার ছরা কবরস্থান মাঠে মফিজুর রহমান মিন্টু’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তারাবনিয়ার ছরা কবরস্থানে মাতা-পিতার কবরের পাশে মফিজুর রহমান মিন্টুকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রিপন জানিয়েছেন।

আরও খবর