কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় উখিয়া ১৩ নং তাজনিমার খোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরের ব্লক-বি/৩, খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক পুলিস সুপার হেমায়েতুল ইসলাম।
আটককৃতরা হলেন, উখিয়া ১৩ নং তাজনিমার খোলা রোহিঙ্গা শিবিরের ব্লক-বি/৫ এর কামাল হোসেনের ছেলে মো. রশিদ (২২) ও একই শিবিরের ব্লক-এফ/৫ এর নুর হোসেনের ছেলে পীর মোহাম্মদ (২৮)।
পুলিস সুপার জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ১৩ নং তাজনিমার খোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরের ব্লক-বি/৩, খাদ্য বিতরণ কেন্দ্রের সম্মুখে রাস্তার ওপর অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় রশিদের দেহ তল্লাশি করে ২ লক্ষ ও পীর মোহাম্মদের কাছে ১ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে আটক করা হয়।
আটক ২ রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-